চৌপাশের দুই দিন ব্যাপী ঈদ উৎসবে মঞ্চস্থ হল "শো মাস্ট গো অন"

Jul 2, 2023 - 04:39
Jul 4, 2023 - 04:42
 0  197
চৌপাশের দুই দিন ব্যাপী ঈদ উৎসবে মঞ্চস্থ হল "শো মাস্ট গো অন"

সৈয়দ মাসুম রেজা : “তিনি হোঁচট খান। বার বার পড়ে যান। আবার উঠে দাঁড়ান। আবার স্বপ্ন দেখেন সৃষ্টির। স্রষ্টার আদিম নেশা খেলা করে তার রক্তে। তিনি থিয়েটারওয়ালা। প্রতিভার কাছে তার বয়স হার মানে। জিতে যান কখনো কখনো। আবার হেরেও যান। তখন নতুন করে আবার সমস্ত কিছুর আয়োজন শুরু করেন। এবার নির্মাণ করবেন জন মিলটনের কালজয়ী মহাকাব্য ‘প্যারাডাইস লস্ট’। কিন্তু মফস্বল শহরের নতুন প্রজন্মের ছেলে মেয়েরা থিয়েটার নামক এই শিল্প থেকে বহু দূরে। সেই দূরকে ঘুচিয়ে তিনি আলোর স্রোত বয়ে আনেন থিয়েটারের ছোট ছোট প্রাণে। তাদের চোখে শিল্পের বীজ বপন করেন তিনি। মরিয়া হয়ে ওঠে তারা। শিল্পাসক্ত প্রতিটা প্রাণ প্রায় তিন মাস মহড়া পক্ষে নিজেদের তৈরি করে। অতঃপর আসে চূড়ান্ত মঞ্চায়নের সেই দিন। কিন্তু আসে না তারা। অথবা আসতে পারেনা কিংবা আসতে দেওয়া হয় না তাদের কাউকে কাউকে। তিনি আহত হন। ভেঙ্গে পড়েন। তার কাছে যখন আদর্শ, কমিটমেন্ট মূখ্য হয়ে ওঠে তখন অন্যদের কাছে তা গৌণ হয়ে যায়। সংসারের নানান চাপে তিনিই একজন, যিনি সমস্ত চাপ উপেক্ষা করে নতুন করে আবার মঞ্চায়নের স্বপ্ন দেখেন। তিনি বিশ্বাস করেন “শো মাস্ট গো অন”। আর সে কারণেই তিনি হয়ে ওঠেন একজন গুরুভাই।”

ঠিক এই বিষয়কে কেন্দ্র করে বগুড়ার সান্তাহারে চৌপাশ নাট্যাঞ্চল পর পর দুইদিন মঞ্চস্থ করেন তাদের ২৬ তম প্রযোজনা নাটক “শো মাস্ট গো অন”। ঈদুল আযহা উপলক্ষে দুইদিনব্যাপী নাট্যোৎসব অনুষ্ঠিত হয় সান্তাহার রেলওয়ের ওয়াহেদ বক্স মিলনায়তনে। ৩০ জুন ও ১ জুলাই প্রতিদিন সন্ধ্যা সাতটায় হাউসফুল দর্শকের উপস্থিতিতে নাটকটি প্রদর্শিত হয়।

“শো মাস্ট গো অন” নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন রাজা ফকির। এছাড়াও নাটকটিতে সহনির্দেশনা ও কোরিওগ্রাফিতে কাজ করেছেন এটিডি অ্যাঞ্জেল, আলোক প্রক্ষেপণে শাহিন আলম, শব্দ পরিচালনায় নাসিম আহমেদ, প্রোডাকশন ব্যবস্থাপনায় জাবেদ জিতু, সেট নির্মাণে স্বপন, শামীম, চন্দ্র, নাসিম, জিতু, মেহেদী, শাহীন এবং মিলনায়তন ব্যবস্থাপনায় ছিলেন সুমন, শিহাব, গুলজার, নাসিম, জিতু, শাহীন, মেহেদী।

গুরুভাই চরিত্রে অভিনয় করেছেন রাজা ফকির। এছাড়াও মওলা চরিত্রে জিতু, দুলদুল চরিত্রে মেহেদী নীল, ইকবাল চরিত্রে ঈশ্বর চন্দ্র, লুবনা চরিত্রে এটিডি অ্যাঞ্জেল, বাউল চরিত্রে নাসিম আহমেদ, অম্লান চরিত্রে শাহীন আলম এবং টেইলর চরিত্রে অভিনয় করেছেন স্বপন রেজা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক