ঐতিহাসিক ময়না দিবস পালন করেছে লালপুর উপজেলা পরিষদ

Mar 30, 2023 - 23:45
Apr 5, 2023 - 10:05
 0  8
ঐতিহাসিক ময়না দিবস পালন করেছে লালপুর উপজেলা পরিষদ

লালপুর (নাটোর) সংবাদদাতা: নাটোরের লালপুর উপজেলা পরিষদের আয়োজনে ঐতিহাসিক ময়না দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে যথাযথ শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ময়না গ্রামে অবস্থিত শহীদদের স্মৃতির স্মরণে স্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে  শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী,নাটোর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনিসুর রহমান,জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম , নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার পাল প্রমুখ। 

উল্লেখ্য, ৩০মার্চ নাটোরের লালপুরে ঐতিহাসিক ময়না দিবস। ১৯৭১ সালে এই দিনে ময়না গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে লালপুর উপজেলার পাগল জনতা,ইপিআর ও আনসার বাহিনীর সম্মুখ যুদ্ধ হয়।এই যুদ্ধে পাক বাহিনীর প্রধান মেজর জেনারেল আসলাম হোসেন ওরফে রাজা খান জনতার হাতে ধরা পড়ে। পরে ৩১ মার্চ লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাকে গুলি করে হত্যা করা হয়। এই যুদ্ধে প্রায় অর্ধশতাধিক বাঙালি শহীদ হয় এবং প্রায় ৩২ জন আহত হয় বলে জানা গেছে। সেই থেকে দিনটিকে ঐতিহাসিক ময়না দিবস হিসেবে পালন করা হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow