আ'লীগ-বিএনপি'র পাল্টাপাল্টি কর্মসূচি : আতঙ্কিত নাটোরবাসী

May 27, 2023 - 07:16
May 27, 2023 - 07:17
 0  98
আ'লীগ-বিএনপি'র পাল্টাপাল্টি কর্মসূচি : আতঙ্কিত নাটোরবাসী

নিজস্ব প্রতিবেদক, নাটোর : পূর্ব ঘোষণা অনুযায়ী নাটোর জেলা আওয়ামী লীগ ও জেলা বিএনপি একই স্থানে একই সময়ে সমাবেশের সিদ্ধান্তে অটল রয়েছে। আজ শনিবার সকাল দশটায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর শহরের আলাইপুরে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি। অপরদিকে একই সময়ে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে জেলা আওয়ামী লীগ। উভয় দল একই সময়ে একই স্থানে সমাবেশ করার সিদ্ধান্তে অটল রয়েছে। এই পরিস্থিতিতে নাটোর শহর জুড়ে জনমনে রয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। সাধারণ মানুষ এ ধরনের রাজনৈতিক কর্মসূচির ফলে ব্যাপক সংঘর্ষ ও নাশকতার আশঙ্কা করছে। জনমনে বিরাজ করছে আতঙ্ক। 

এমতাবস্থায় গতকাল রাত নয়টার পর জেলা বিএনপি কার্যালয়ের আশেপাশের এলাকায় প্রধান সড়কের উভয়ে পার্শ্বে পড়ে থাকা ছোট বড় ইট-পাথর অপসারণ করেছে জেলা পুলিশ। পুলিশ বলছে যেকোনো ধরনের সহিংসতা এড়ানোর লক্ষ্যে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে জেলা পুলিশের উদ্যোগে এবং নাটোর পৌরসভার সহযোগিতায় ইটপাটকেল অপসারণ করা হয়েছে। এ সময়ে নাটোর পৌরসভার ৭ নং ওয়ার্ড এর কাউন্সিলর মীর রাফিউল ইসলাম অন্তর এর উপস্থিতিতে পৌরসভার পরিছন্নতা কর্মীদেরকে ইট পাটকেল অপসারণের কাজে নিয়োজিত থাকতে দেখা গেছে। 

এ ব্যাপারে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মীর নাফিউল ইসলাম অন্তর জানান, রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ, পথচারী, পুলিশ বাহিনী এবং সাংবাদিক ভাইদের সকলের জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা ইট-পাটকেল অপসারণ এর কাজে পুলিশ বিভাগকে আন্তরিক সহযোগিতা করছি। অন্তর আরো বলেন, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই কিন্তু পৌরবাসীর নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার স্বার্থে জনপ্রতিনিধি হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করছি।

এ ব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ দৈনিক উত্তরপথকে বলেন, যেহেতু এখানে একই সময়ে দুইটি রাজনৈতিক দল সমাবেশের ঘোষণা দিয়েছে সেহেতু শহরের প্রধান সড়কে চলাচলকারী সাধারণ মানুষের জানমাল রক্ষার স্বার্থে আমরা ইট-পাটকেল অপসারণ করার উদ্যোগ নিয়েছি। তিনি আরো বলেন, হাতের কাছে ইট পাটকেল থাকলে অনেক সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ইট-পাটকেল নিক্ষেপের মাধ্যমে সংঘর্ষের সূত্রপাত ঘটে থাকে। এ কারণে সেই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই মূলত এ ধরনের উদ্যোগ।

পুলিশের অপর একটি সূত্রে জানা গেছে, আজকের সমাবেশস্থলে নিরাপত্তার স্বার্থে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক